মিয়ানমারের জান্তা সরকারের আদালত কারাবন্দী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা অবশিষ্ট পাঁচ অভিযোগের মামলার রায় দিতে যাচ্ছে। আগামী শুক্রবার এ রায় দেওয়া হবে বলে আইনসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
এ নিয়ে ১৮ মাসের মধ্যে সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় শেষ করতে যাচ্ছে জান্তা সরকার। নোবেলজয়ী সু চিকে (৭৭) এর আগে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং দাপ্তরিক গোপন আইন লঙ্ঘনসহ ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগে তাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গত বছরের ১ ফেব্রুয়ারি সু চিকে বন্দী করার মধ্য দিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন।
দুর্নীতির অভিযোগে এর পর থেকে একের পর এক মামলায় সু চির বিরুদ্ধে জান্তার আদালতে গোপনে বিচারকাজ চলছে। মিয়ানমারের সামরিক সরকার জান্তা হিসেবে পরিচিত।