English

26 C
Dhaka
বুধবার, মার্চ ১২, ২০২৫
- Advertisement -

সুচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না জান্তা সরকার

- Advertisements -

অং সান সুচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না মিয়ানমারের জান্তা সরকার। ফলে সুচির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেছে তার দল। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় চিকিৎসা বঞ্চিত করার পাশাপাশি সুচির খাবারেও অবহেলা করা হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমা ফের দখল করে সেনাবাহিনী। তারপর থেকে আটক অবস্থায় আছেন সুচি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কারাবন্দী ৭৮ বছর বয়সী সূচি মাথা ঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন।

সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জানিয়েছে, ‌‘আমরা খুবই উদ্বিগ্ন, তিনি কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না। এমনকি তাকে স্বাস্থ্যকর খাবারও সরবরাহ করা হচ্ছে না। তার আবাসন ব্যবস্থাও সুবিধাজনক নয়। ইচ্ছে করেই তাকে জীবনের ঝুঁকিতে ফেলা হচ্ছে।’

দলটির সুচির কিছু হলে তার জন্য জান্তা সরকার দায়ী থাকবে বলেও জানিয়েছে তাদের বিবৃতিতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন