শনিবার (৬ জানুয়ারি) লাহোরে সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির হওয়ার পরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, সাবেক তথ্যমন্ত্রী বলেন যে পিএমএল-এনই একমাত্র দল যারা এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
মরিয়ম আওরঙ্গজেব বলেন, অন্যদল কাঁন্নাকাটি করলেও নির্বাচন ৮ ফেব্রুয়ারিই অনুষ্ঠিত হবে। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এই প্রস্তাবের পেছনে রয়েছে বলেও অভিযোগ করে তিনি।
তিনি আরও বলেন, পিটিআই একটি সুচিন্তিত পরিকল্পনার অধীনে প্রথমে লাহোর হাইকোর্টে (এলএইচসি) যোগাযোগ করেছিল ও পরে সিনেটে প্রস্তাব নিয়ে আসে।
অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
জানা গেছে, আসন্ন নির্বাচনে বিলাওয়াল লাহোর এনএ-১২৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক ও পিটিআই সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।