সার্বিয়ান তরুণী উমেজা ডেস্তানোভিক। তার দীর্ঘদিনের স্বপ্ন পবিত্র কোরআন হিজফ করা। দীর্ঘ ১০ বছরের অধ্যবসায়ে তা পূরণ করেন তিনি। গত ২১ আগস্ট সার্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সানজাকের নভিপাজার হলি কোরআন স্কুলে তিনি হিফজ পর্ব সম্পন্ন করেন।
জানা যায়, নভিপাজার স্টেট ইউনিভার্সিটিতে স্থাপত্য বিষয়ে পড়ছেন উমেজা। প্রাথমিক স্কুল থেকেই হিফজ শুরু করেন তিনি। নিজের স্বপ্ন পূরণে একাধারে ১০ বছর লেগে থাকেন তিনি। এ সময় তাকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবে বাবা-মা ও শিক্ষকদের সহযোগিতায় এগিয়ে যান তিনি। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে তিনি গাজি ইসা বেগ স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি।
পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন উমেজার বাবা ডিজেমিলা ও মা মেজরা। মেয়ের সাফল্যের কথা জানিয়ে তারা বলেন, ‘সব প্রশংসা মহান আল্লাহর। তাঁর বিশেষ অনুগ্রহে তিনি আমাদের মেয়ে পবিত্র কোরআন হিফজ করেছেন। তার জন্য আমরা খুবই আনন্দিত ও গর্বিত। তিনি এ স্কুলের ব্যাচের প্রথম হাফেজা শিক্ষার্থী। ’