সাউথ আফ্রিকায় একই সাথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮ নারী। এই ঘটনায় এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ এমন জঘন্য ঘটনাকে জাতীয় লজ্জা বলে আখ্যা দিয়েছেন।
জোহান্সবার্গে ছোট শহর ক্রুগেরসডরপে ঘটেছে এই লজ্জাস্কর ধর্ষণের ঘটনা। গত বৃহস্পতিবার মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় ওই আট নারীকে একদল বন্দুকধারী সংঘবদ্ধ ধর্ষণ করে।
পুলিশ মন্ত্রী বেকি সেলে বলেন, ‘ক্রুগেরসডরপে যা ঘটেছে, তা জাতীয় লজ্জা।’ তিনি আরও জানিয়েছে, কয়েকজন ভিক্টিম দীর্ঘমেয়াদি সঙ্কটের মধ্য দিয়ে যাবেন।
পুলিশ জানিয়েছে, শুটিংয়ের জন্য সেট নির্মাণ প্রস্তুতির সময়ই তাদের ওপর হামলে পড়ে বন্দুকধারী গ্যাংটি।
এই ঘটনার জন্য খনিতে কাজ করা অবৈধ অভিবাসীদেরই দায়ী করছে পুলিশ। যারা স্থানীয়ভাবে ‘জামা জামা’ নামে পরিচিত। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন দুইজন এরইমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে, আহত একজন হাসপাতালে ভর্তি।
তবে গ্রেফতারকৃত সন্দেহভাজনরা ওই ধর্ষণকাণ্ডে জড়িত কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।