ভয়াবহ সাইবার হামলার স্বীকার হয়েছে ইউক্রেন। দেশটির এক ডজনেরও বেশি সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে এই হামলায়। ধারণা করা হচ্ছে, দেশটির দূতাবাসগুলোকে টার্গেট করে এই সাইবার হামলা চালানো হয়েছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রনালয়ও। এছাড়া যুক্তরাষ্ট্র, বৃটেন ও সুইডেনে থাকা ইউক্রেন দূতাবাসের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে হ্যাকাররা।
ওয়েবসাইট নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা এতে লিখে দিয়েছেন ‘আরও ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত হও’। এখনো স্পষ্ট নয় এই হামলার পেছনে কারা রয়েছে। তবে এক মুখপাত্র জানিয়েছেন, রাশিয়াই এই সাইবার হামলা চালাচ্ছে।