English

26.5 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

সর্বকালের সর্বোচ্চ জৌলুস দেখতে চলেছে ভেনিস!

- Advertisements -

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর আলোয় ভরে উঠতে যাচ্ছে তারায় তারায়। আজ, বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দে এর পর্দা উঠতে যাচ্ছে।

গত বছর হলিউডে অভিনয়শিল্পী ও গল্পকার-চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে প্রথম সারির তারকার অভাবে ভেনিসের লালগালিচা ছিল মলিন। তবে এবার পয়লা রাত থেকেই হেভিওয়েট তারকাদের উপস্থিতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

১১ দিনের এই উৎসবটির পরিচালক আলবের্তো বারবেরা জানিয়ে রেখেছেন, লালগালিচায় সর্বকালের সর্বোচ্চ জৌলুস দেখতে চলেছে ভেনিস! বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘গত বছরের দীর্ঘ ধর্মঘটের পর ভেনিসে ফেরার জন্য সবাই সত্যিই খুব আগ্রহী। তাই আমি মনে করি, আমরা সর্বকালের সবচেয়ে কোলাহলপূর্ণ লালগালিচা উপভোগ করতে যাচ্ছি।  প্রযোজনা-পরিবেশনা সংস্থা সবার ব্যয় মেটাতে না পারায় অনেকে নিজ খরচায় টিকিট ও হোটেল ভাড়া দিয়ে উৎসবে আসছেন।’

৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে হেভিওয়েট তারকাদের মধ্যে থাকছেন অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, লেডি গাগা, ওয়াকিন ফিনিক্স, ড্যানিয়েল ক্রেগ, নিকোল কিডম্যান, টিল্ডা সুইনটন, আড্রিয়েন ব্রডিসহ অনেকে। প্রিয় তারকাদের একনজর দেখতে ও অটোগ্রাফ-সেলফি নিতে ভক্তদের উপচেপড়া ভিড় হতে পারে ভেনিস লিদোতে।

এবারের আসরের উদ্বোধনী চলচ্চিত্র টিম বার্টনের ‘বিটলজুস বিটলজুস’। এর অভিনয়শিল্পী মাইকেল কিটন, উইনোনা রাইডার, মনিকা বেলুচ্চি, উইলেম ড্যাফো, জেনা ওর্তেগা লালগালিচায় হাঁটবেন। ১৯৮৮ সালের ভৌতিক কমেডি ‘বিটলজুস’-এর বহুল কাঙ্ক্ষিত সিক্যুয়েল এটি।

প্রতিযোগিতার বাইরে ‘বিটলজুস বিটলজুস’-এর মতো তারকাবহুল কয়েকটি চলচ্চিত্র রয়েছে। এরমধ্যে ‘উলফস’ ছবিতে অভিনয় করেছেন জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট।

বিশ্বের প্রাচীনতম এই উৎসব থেকেই হলিউডের আসন্ন পুরস্কার মৌসুমের দৌড় শুরু হবে। গত তিন বছরে ভেনিসে নির্বাচিত চলচ্চিত্র অস্কারে ৭৭টি মনোনয়ন পেয়েছে। এরমধ্যে ১৪টিতে জিতেছে। সেই ধারাবাহিকতা বজায় থাকার ব্যাপারে আশাবাদী আলবের্তো বারবেরা। তার মন্তব্য, ‘এবার এমন কিছু চলচ্চিত্র আমরা রেখেছি যেগুলো অস্কারে মনোনয়ন না পেলে হতবাক হবো।’

ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জয়ের জন্য এবারের আসরে লড়বে ২১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। এরমধ্যে উল্লেখযোগ্য– টড ফিলিপসের ‘জোকার: ফোলি আ দোঁ’ (ওয়াকিন ফিনিক্স, লেডি গাগা), পাবলো লারাইনের ‘মারিয়া’ (অ্যাঞ্জেলিনা জোলি), লুকা গুয়াদানিনোর ‘কুইয়ার’ (ড্যানিয়েল ক্রেগ), স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘দ্য রুম নেক্সট ডোর’ (জুলিয়ান মুর, টিল্ডা সুইন্টন)।

চার হাজার চলচ্চিত্রের মধ্য থেকে এবারের অফিসিয়াল সিলেকশন চূড়ান্ত করা হয়েছে। এবারের নির্বাচিত কয়েকটি চলচ্চিত্রে যৌন দৃশ্য রয়েছে। এ প্রসঙ্গে আলবের্তো বারবেরা বলেন, ‘মনে হচ্ছে, গত ১০-১৫ বছর পর্দা থেকে যৌনতা হারিয়ে গিয়েছিল। জানি না এটি একরকম স্বয়ংক্রিয় সেন্সরশিপের বিষয় ছিল কিনা। যাই হোক পর্দায় আবার যৌনতা ফিরছে।’

ভেনিসে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুর্দান্ত পরিচালকদের আর্টহাউস চলচ্চিত্রের পাশাপাশি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাময় ছবি থাকে, যেগুলো দর্শকদের কাছে কাঙ্ক্ষিত হয়ে উঠতে পারে। এবারের অফিসিয়াল সিলেকশনকে আলবের্তো বারবেরা আখ্যা দিয়েছেন, ‘সমসাময়িক সিনেমার একটি আয়না।’

মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ইজাবেল উপার। ৭১ বছর বয়সী এই ফরাসি অভিনেত্রীর নেতৃত্বে বিচারক প্যানেলে থাকছেন চীনা অভিনেত্রী জ্যাং জিয়ি, আমেরিকান পরিচালক জেমস গ্রে, ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রু হেইগ, পোলিশ পরিচালক আগনিয়েস্কা হলান্ড, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলু, মরিটানিয়ান পরিচালক আবদের রহমান সিসাকো, ইতালিয়ান পরিচালক জিউসেপ্পে তোরনাতোরে ও জার্মান পরিচালক ইউলিয়া ফন হাইঞ্জ।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি। আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পাবেন তিনবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক পিটার ওয়্যার। ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন