English

26 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে জাপান

- Advertisements -

কর্মীর কর্মদক্ষতা বাড়াতে সপ্তাহে তিন দিন ছুটির দেওয়ার কথা ভাবছে জাপান। সপ্তাহে চার দিন কর্মদিবস ও তিন দিন ছুটি চালুর পরিকল্পনা তাদের। সাপ্তাহিক কর্মদিবস কমাতে ২০২১ সালে থেকেই পরিকল্পনার করছিল জাপান সরকার, তবে তা বাস্তবায়ন হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শ্রমসংকট কাটাতেসরকারিভাবে প্রথমবারের মতো ২০২১ সালে জাপানে চার দিনের কর্ম সপ্তাহের প্রস্তাব করা হয়। তাতে দেশটির আইন প্রণেতাদেরও সমর্থন ছিল। অবশ্য তার আগে ২০২০ সাল থেকেই দেশটির এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ ইনক কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়া শুরু করে।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানায়, শুরুতে যখন তিন দিন ছুটির প্রস্তাব আনা হয় সে সময় জাপানের প্রায় ৮ শতাংশ কোম্পানি কর্মীদের সপ্তাহে তিন বা তার বেশি দিন ছুটি নেওয়ার অনুমতি দেয়। তবে ৭ শতাংশ কোম্পানি তাদের কর্মীদের আইনত বাধ্যতামূলকভাবে এক দিন ছুটি দেয়। ৮৫ শতাংশ নিয়োগকর্তা তাদের কর্মীদের সপ্তাহে দুই দিন ছুটি দেওয়ার কথা জানিয়েছেন।

একটি সাম্প্রতিক সরকারি শ্বেতপত্রে ‘কারোশি’র কথা বলা হয়েছে। জাপানি এই শব্দের ইংরেজি অর্থ ‘অতিরিক্ত পরিশ্রমের কারণে মৃত্যু’। ওই শ্বেতপত্রে বলা হয়েছে, এ কারণে জাপানে বছরে অন্তত ৫৪টি প্রাণহানি ঘটেছে, এর মধ্যে হার্ট অ্যাটাকও আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন