পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান কারাগার থেকে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি পেয়েছেন। দেশটির বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন গতকাল বুধবার ইমরান খানকে এ অনুমতি দিয়েছেন। দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে আদিয়ালা জেলে বন্দি আছেন পিটিআই প্রধান।
গতকাল দেশটির আদালত কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন যে ইমরান খান যেনতার দুই ছেলে কাসিম এবং সুলেইমানের সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ করতে পারেন।
তোশাখানা মামলায় গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। ওই দিনই তাকে অ্যাটক কারাগারে নেওয়া হয়। তবে এরপর গত ২৯ আগস্ট ইমরান খানের সাজা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট।
কিন্তু কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় রিমান্ড চলতে থাকায় ইমরান খানকে এখন আদিয়ালা কারাগারে থাকতে হচ্ছে।