সংযুক্ত আরব আমিরাতে গত দুই দিন ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ফলে বিভিন্ন শহরের সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়। অনেক স্কুলে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়ের পূর্বে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দেশের আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবু ধাবি, শারজাহ, দুবাইতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে বজ্রপাত হতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্যহারে কমতে পারে।
আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল শুক্রবারও বেশ বৃষ্টি হতে পারে। তবে আবহওয়া কিছুটা ভালোর দিকে যাবে। শনিবার দিনের বেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।