পাঠদান চলাকালে মনোযোগে ব্যাঘাত এড়াতে শ্রেণিকক্ষে মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্টওয়াচ ব্যবহার নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস সরকার। আগামী বছরের প্রথম দিন থেকেই এ নির্দেশনা কার্যকর হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইল, ট্যাব ও স্মার্টওয়াচ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী বছর থেকে শ্রেণিকক্ষে এসব প্রযুক্তিপণ্য আনার অনুমতি দেওয়া হবে না।
এই প্রেক্ষাপটে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শ্রেণিকক্ষে মুঠোফোনের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্টওয়াচ আনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে নেদারল্যান্ডস সরকার।
এ বিষয়ে নেদারল্যান্ডসের শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ দেশটির পার্লামেন্টকে বলেন, ‘পদক্ষেপটি একটি সাংস্কৃতিক রূপান্তরের সূচনা করবে। এতে শিক্ষার উন্নতি হবে।’