জরুরি অবস্থা ও কারফিউ ঘোষণার পরও শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখল করে উল্লাস করছে। সেনাদের বাধা ও টিয়ারগ্যাস উপেক্ষা করে তারা স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে কার্যালয়টিতে ঢুকে পড়ে।
তবে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে তাৎক্ষণিক বিপদের মধ্যে নেই বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বিক্রমাসিংহের নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার পর থেকে তিনি গত কয়েক দিন আত্মগোপনে ছিলেন।
গোতাবায়া রাজাপক্ষের কাছের লোক হিসেবে পরিচিত বিক্রমাসিংহেও জনগণের মধ্যে অত্যন্ত অজনপ্রিয়। তারা উভয় নেতাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে।
বিক্রমাসিংহের অবস্থান অজ্ঞাত থাকলেও তিনি জরুরি অবস্থা ঘোষণা এবং কারফিউ আদেশসহ তার কার্যালয়ের মাধ্যমে কয়েকটি আদেশ জারি করেছেন। এর আগে প্রেসিডেন্টের পদত্যাগের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টের স্পিকার তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেন।