মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেল। এরই মধ্যে তিনি প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো হোয়াইট হাউস ছেড়েছেন।
হোয়াইট হাউস ছাড়ার দিন জনগণের উদ্দেশে কথা বলতে গিয়ে মেলানিয়া ট্রাম্পের প্রতি অনুরোধ করে বসেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মেলানিয়াকে কিছু কথা বলার অনুরোধ করেন তিনি।
অনুরোধ রেখে মেলানিয়া বলেন, আপনাদের ফার্স্ট লেডি হওয়াটা আমার জন্য সম্মানের। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। আপনাদের পরিবারের মঙ্গল হোক এবং সর্বোপরি এই জাতির মঙ্গল হোক।