ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভের প্রান্তে পৌঁছে গেছে রুশ বাহিনী।
বৃহস্পতিবার দিনভর ইউক্রেনজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল হতেই আবারও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভে। পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ-পশ্চিম অংশ এই বিস্ফোরণগুলো ঘটে।
এদিকে, ইউক্রেনের দাবি, তারা একটি রুশ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। পরে সেটি নয়তলা একটি আবাসিক ভবনের ওপর পড়ে আগুন ধরে যায়।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাশচেনকো এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বিমানটি মানুষ চালিত ছিল কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।