শিশু গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে ভারতের আসামের উপ-পুলিশ সুপারকে (ডিএসপি) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কিরান নাথ নামে ওই পুলিশ কর্মকর্তার একাধিকবার ওই শিশুকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ধর্ষণের শিকার শিশুর বয়স ১৫ বছর। সে জানায়, জোর করে তাকে বাড়িতে আটকে রেখে নিপীড়ন ও ধর্ষণ করতো কিরন নাথ। পরিবারের সদস্যরাও তাকে সহায়তা করতো।
শিশুটির পরিবার দেরাগাও থানায় শনিবার কিরান নাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে রবিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামের পুলিশ মহাপরিচালক গায়েন্দ্র প্রতাপ সিং বলেন, তথ্য প্রমাণের সাপেক্ষে কিরন নাথকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আমার গুরুত্ব সহকারে নিয়ে থাকি।’
পুলিশ জানায়, তারা ধর্ষণের শিকার শিশু ও অন্যান্য সাক্ষীদের জবানবন্দি নিয়েছে এবং তদন্ত শুরু করেছে।