English

14 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

শান রাজ্যে মায়ানমার জান্তার বোমা হামলা, নিহত কমপক্ষে ১৯

- Advertisements -

মায়ানমারের জান্তা বিমান চীনা সীমান্তের কাছে শান রাজ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের (আইডিপি) শিবিরে একযোগে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে চালানো এ হামলায় শিশুসহ মোট ২০ জন বেসামরিক লোক নিহত হয়। পাঁচ ঘণ্টার কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয় বলে মিয়ানমারের সংবাদ পত্রিকা ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাতিগত তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, জান্তার সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে নির্লজ্জভাবে ভারী বোমা হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে।

উত্তর শান রাজ্যের এই শহরগুলো জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

টিএনএলএ জানিয়েছে, গতকাল শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে উত্তর শান রাজ্যের চীনা সীমান্তের কাছে নামখাম শহরে একটি জান্তা যুদ্ধবিমান দুটি ৫০০ পাউন্ড বোমা ফেলে। যা বেসামরিক বাড়িঘর এবং একটি পাবলিক হলে আঘাত হানে। বিমান হামলায় দুই শিশু ও একজন গর্ভবতী নারীসহ ১১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়।

এ ছাড়া আরো ছয়টি বাড়ি ধ্বংস হয়।

জাতিগত তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) গত বছরের ডিসেম্বরের শেষের দিকে নামখামকে মুক্ত করে অপারেশন ১০২৭-এর প্রথম ধাপে। অপারেশনটি গত অক্টোবরে উত্তর শান রাজ্যজুড়ে জাতিগত তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মিসহ তিনটি জাতিগত সেনাবাহিনীর ব্রাদারহুড অ্যালায়েন্স চালু করেছিল।

গত মঙ্গলবার রাতে জান্তার একটি যুদ্ধবিমান জেট মান্টং শহরে বোমাবর্ষণ করে।

উত্তর শান রাজ্যের শহরটি টিএনএলএ-এর নিয়ন্ত্রণে রয়েছে। দুটি ৫০০ পাউন্ড বোমা ব্যবহার করে বাড়িঘর এবং একটি চাল প্রক্রিয়াকরণ কারখানার ভবন ধ্বংস হয় তখন। একজন বাসিন্দাও আহত হয়েছেন।

সামরিক জান্তা ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্যদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করার কয়েক দিন পরেই স্বাধীন শহরগুলোতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

গত বৃহস্পতিবার গভীর রাতে জান্তা বাহিনীর যুদ্ধবিমান দক্ষিণ শান রাজ্যের পেকন টাউনশিপের মবি শহরের ব্যাংকক আইডিপি ক্যাম্পে বোমাবর্ষণ করে।

এখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্র। যার ফলে ছয় শিশুসহ আটজন আইডিপি নিহত হয় এবং আরো অনেকে আহত হয় বলে প্রগতিশীল কারেনি পিপল (পিকেপিএফ) জানিয়েছে।

এলাকাগুলো কারেনি প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। আইডিপি ক্যাম্পে ১৬০টিরও বেশি তাঁবুতে ৬০০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বিমান হামলার পর থেকে একজন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছে। এদিকে এদিন রাতে লোইকাওয়ের পশ্চিমে নানমেখোন শহরে বোমা হামলায় এক বাসিন্দা নিহত এবং আটজন আহত হয়। ক্যারেনি রাজ্য অন্তর্বর্তী নির্বাহী পরিষদের মতে, জান্তা বাহিনীর বিমান হামলা শহরের অবকাঠামোও ধ্বংস করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন