English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

‘শান্তি নিশ্চিত করতে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ২০ লাখ মুসলিম’

- Advertisements -

ভারতে শান্তি নিশ্চিত করতে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ২০ লাখ মুসলিম। উত্তর প্রদেশের রায়বেরেলির সুপরিচিত ইসলামি চিন্তাবিদ এবং ইত্তেহাদে মিল্লাত কাউন্সিলের প্রতিষ্ঠাতা তৌকির রেজা খান এমন মন্তব্য করেছেন। সম্প্রতি ভারতের হরিদ্বারে হিন্দু সম্প্রদায়ের সমাবেশ থেকে মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণামূলক বক্তব্য দেয়া হয়েছে, তার প্রতিবাদে রায়বেরেলিতে অবস্থিত ইসলামিয়া স্কুলে সমবেত হতে রাজ্যের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে ৭ই জানুয়ারি উপস্থিত হয়ে ‘ম্যাস স্যাক্রিফাইসে’ অংশ নিতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

Advertisements

এ ইস্যুতে শনিবার সংবাদ সম্মেলন করেছেন তিনি। বলেছেন, সাম্প্রতিক সময়ের আগেও ধর্ম সংসদ অনেকবার অনেক ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে আপত্তি তুলে ধরেছে আমাদের সম্প্রদায়। কিন্তু বর্তমান সরকার কখনোই কোনো কথাই শুনতে প্রস্তুত নয়।

আমাদের উলেমারা তিনটি মিটিং করেছেন। সেই মিটিংকে ধর্ম সংসদ বলা হয়নি কখনো। কিন্তু সম্প্রতি ধর্ম সংসদ থেকে যে ধরণের ভাষা ব্যবহার করা হয়েছে, তা আমাদের উলেমারা ব্যবহার করেছেন এমন কোনো নজির নেই। আমাদের উলেমারা শান্তি, দেশপ্রেম এবং শৃংখলার প্রতি ভালবাসা প্রদর্শন করেছেন।

তিনি আরো বলেন, এটা বাস্তবেই একটি লজ্জার বিষয় যে, আমাদের ভারতে বর্তমানে এমন একটি অবস্থা বিদ্যমান। তারা আমাদের ২০ লাখ মুসলিমকে হত্যা করতে চায়। তাই আমরা আমাদের প্রাণ উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদেরকে হত্যা করতে তার লোকদের পাঠায়।

Advertisements

আগামী ৭ই জানুয়ারি প্রথমবারের মতো শুক্রবারে জুমার নামাজের পর তাদের সামনে আত্মসমর্পণ করবেন কমপক্ষে ২০ হাজার মুসলিম। দেশের শান্তি নিশ্চিত করতে এসব মুসলিম তাদের জীবন উৎসর্গ করবেন। এটাই উত্তম পথ। তিনি আরো বলেন, এখন থেকে প্রতি শুক্রবার আমরাও বিপুল সংখ্যায় সমাবেশ করবো। বিশ্বকে দেখাবো, দেখুন ভারতের মুসলিমরা বর্তমানে কি অবস্থায় আছেন।

কিন্তু রায়বেরেলিতে মুসলিমদের এমন প্রতিবাদ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন