ফাঁকা রাস্তায় হাঁটছে একটি রয়েল বেঙ্গল টাইগার। এ সময় একজনকে ছবি তুলতে দেখা যাচ্ছে। এ ধরনের একটি লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর নায়ারিত রাজ্যের টেকুয়ালা শহরে।
স্থানীয়রা রাস্তায় বাঘটি দেখে হতভম্ব হয়ে যায়। অ্যাটর্নি জেনারেল ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন জানায়, সিনালোয়ার সীমান্ত থেকে বাঘটিকে জব্দ করা হয়েছে।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, শহরের রাস্তায় বাঘটিকে ঘুরতে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তাছাড়া বাঘটিকে অবৈধভাবে পোষা হচ্ছিল বলেও জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, বাঘটিকে রাস্তায় হাঁটতে দেখে এক তরুণী চিৎকার করছে। ভিডিওর শেষ দিকে দেখা যায়, বাঘটি কারও জন্য অপেক্ষা করছে। এরপর একজন এসে এটির গলায় রশি বেঁধে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। টুইটারে এটির ভিউ হয়েছে ১৩ হাজার বার।