English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা

- Advertisements -

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ৩৪ সদস্যের মন্ত্রিসভা প্রথম ধাপে শপথগ্রহণ করেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে তারা শপথগ্রহণ করেন।

এদিন দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি।

সোমবার ফেডারেল মন্ত্রিসভার শপথগ্রহণের কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে অপারগতা প্রকাশ করেন। ফলে সরকারকে শপথগ্রহণ স্থগিত করা ছাড়া কোনো উপায় ছিল না।

সোমবার দিবাগত রাতে প্রথম ধাপে শপথ নিতে যাওয়া ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তালিকায় ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার নাম রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন জোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় পরিষদে নেতৃত্ব দেবে পিএমএল-এন। দলটির ১২ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং দুইজন উপদেষ্টা থাকবেন।

এছাড়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৯ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা থাকবেন।মন্ত্রিসভার বাকি সদস্যদের মধ্যে জেইউআইএফ থেকে চারজন, এমকিউএম-পাকিস্তান থেকে দুজন, জেডব্লিউপি, বিএপি ও পিএমএল-কিউ থেকে একজন করে মন্ত্রী হবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হাতের লেখা মানুষ চেনায়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন