কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর সেখানের বাসিন্দারা ছুটোছুটি করে রাস্তায় নামতে থাকে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে কলম্বিয়ার জাতীয় ভূ-তাত্ত্বিক সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।
কলম্বিয়ার সংস্থাটি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। বোগোতা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এল ক্যালভারিও শহরে ছিল এর কেন্দ্রস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।