যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভয়ংকর ঝড় আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত দুইজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা।
জানা গেছে, উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ লোক ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ংকর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
এদিকে, ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভয়ংকর এই ঝড়ের আঘাত গাছপালা ও বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানা।