রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আমাদের লক্ষ্য অর্জন না হওয়ার পর্যন্ত কোনো শান্তি নয়। বছরের শেষ টেলিভিশন কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন।
ইউক্রেনকে নাৎসি ও সামরিকায়ন মুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, কিয়েভকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে।
কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের বিশ্লেষক তাতিয়ানা স্ট্যানোভায়া লিখেছেন, মূলত পুতিন ইউক্রেনের সম্পূর্ণ আত্মসমর্পণের শর্তে পশ্চিমের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তাছাড়া আশার মুখ দেখছে না কিয়েভের পাল্টা হামলাও। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পর কমেছে পশ্চিমাদের সামরিক সহায়তা। এতে বিপাকে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।