ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরুদ্ধ জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে রুশ যেসব সেনা গুলি চালাবে, তারা নিরাপত্তা বাহিনীর টার্গেট হবে।
শনিবার রাতে দেওয়া বক্তব্যে ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, কোনো সৈন্য পারমাণবিক কেন্দ্রে কিংবা সেখান থেকে গুলি চালালে সে ইউক্রেনের বিশেষ টার্গেট হয়ে উঠবে।
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটিকে রাশিয়ার সেনা ঘাঁটিতে পরিণত করার এবং এটিকে ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ হিসেবে ব্যবহারেরও অভিযোগ করেছেন জেলেনস্কি।
চলতি বছরের মার্চে ব্যাপক লড়াইয়ের পর কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া।