রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলের সাবেক সাংবাদিক মারিনা ওসিয়ান্নিকোভা দেশ ছেড়ে পালিয়েছেন। সরাসরি সম্প্রচারে যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযানের বিরোধিতা করে মস্কোর তোপের মুখে পড়েছিলেন।
তাকে গ্রেফতারের জন্য ওয়ান্টেড লিস্টে রেখেছিল মস্কো।
সোমবার মারিনার দেশ ছাড়ার খবরটি ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে নিশ্চিত করেছেন তার আইনজীবী দিমিত্রি জাখভাতোভ।
তিনি বলেন, ‘গৃহবন্দি অবস্থায় থাকা মারিনা ও তার মেয়ে কয়েক ঘণ্টা আগে রাশিয়া ত্যাগ করেছেন।’ তিনি আরও জানান, ‘তারা ভালো আছেন। তারা জনসম্মুখে মুখ খোলার অপেক্ষায় আছেন, তবে এখনও তেমনটা করা নিরাপদ নয়।’
চ্যানেল ওয়ানের এই সাংবাদিক চলতি বছরের জুলাই মাসে সরাসরি সম্প্রচারে পড়েছিলেন, ‘পুতিন একজন খুনি, তার সেনা ফ্যাসিস্ট।’ তখন থেকে গৃহবন্দি ছিলেন এই সাংবাদিক।