রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলি চালিয়ে অন্তত ১১ জনকে হত্যা করেছে দুই ব্যক্তি। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবারের এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় দুই ব্যক্তি গুলি চালানো শুরু করে; তারা ইউক্রেনে গিয়ে স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রশিক্ষণ নিতে এসেছিল।
ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ঘটনাটি ঘটেছে। সামরিক বাহিনীর পাল্টা হামলায় ওই দু’জনও নিহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিল।
ইউক্রেনে যুদ্ধের জন্য আরও তিন লাখ সৈন্য সমাবেশের ঘোষণা গত মাসে দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ ঘোষণার বিরুদ্ধে রাশিয়াতে বড় ধরনের বিক্ষোভ হয়। যুদ্ধে অংশ না নেওয়ার জন্য অনেক রুশ নাগরিক দেশ ছেড়ে চলে যায়।