পূর্বাঞ্চলীয় ডোনবাস এলাকায় রাশিয়ার পাঁচ হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
সোমবার যুদ্ধপরিস্থিতি নিয়ে নিজেদের দৈনিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানায় ইউক্রেনীয় বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে- ইউক্রেনীয় বাহিনী দেশটির উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলে রুশ সেনাদের প্রতিহত করার চেষ্টা করছে, যারা ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে কিয়েভ শহরের মূল রাস্তা এবং বসতিগুলোর নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী ডোনেটস্ক এবং লুহানস্কে দুটি ট্যাঙ্ক, একটি পদাতিক যান এবং একটি গাড়ি ধ্বংস করেছে। রুশ বাহিনীও হতাহতের শিকার হয়েছে।
এছাড়া, ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা রুশ বাহিনীর চারটি বিমান, একটি হেলিকপ্টার ও দুটি মনুষ্যবিহীন (ইউএভি) যান ধ্বংস করেছে।
তবে ইউক্রেনীয় বাহিনীর এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
উল্লেখ্য, লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে একত্রে ডোনবাস বলা হয়। গত ২১ ফেব্রুয়ারি এই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর সেখানে শান্তি প্রতিষ্ঠায় ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে সোমবার ৩৩তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।