English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

রাশিয়ার তেল ভারত কিনলে মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ হবে না: সাকি

- Advertisements -

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ছাড় দেয়া মূল্যে রাশিয়া থেকে যদি ভারত জ্বালানি তেল কিনে, তবে তাতে মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ হবে না।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেন সাকি জানান, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণাটি সকল দেশের জন্যই স্পষ্ট বার্তা।

তিনি বলেন, ‘আমরা যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছি তা মেনে চলা উচিত।’

সংবাদ সম্মেলনে জেন সাকিকে ভারতের রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, ‘আমার মনে হয় না, এটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে।’

সাকি অবশ্য মন্তব্য করেন, ‘এটিও ভাবা দরকার, ইতিহাসের বইয়ে যখন এই সময় নিয়ে কিছু লেখা হবে, কোনদিকে আপনারা থাকবেন? রাশিয়ার নেতৃত্বকে সমর্থন করার অর্থ হলো তাদের আগ্রাসনকে সমর্থন করা। এই আগ্রাসনের প্রতিক্রিয়া ভয়ংকর হতে বাধ্য।’

এখনো পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ভারত কোনো পক্ষকেই সমর্থন করেনি। তারা দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেয়ার কথা বলেছে। তবে তারা জাতিসঙ্ঘে রাশিয়ার পক্ষে-বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে কোনো প্রকার ভোট দান থেকে বিরত থেকেছে।

এখনো পর্যন্ত মার্কিন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তেল কেনার ক্ষেত্রেও তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে। তাছাড়া পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্রকেও তারা নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন