ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্ভাব্য ‘নোংরা চুক্তি’র বিষয়ে কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের সতর্ক করার পর এই বক্তব্য দেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এই একতরফা অবস্থান এবং ইউক্রেনের প্রধান দাবিগুলোতে সম্ভাব্য ছাড় দেয়ার ইঙ্গিত কিয়েভ ও ন্যাটোর ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন, হোয়াইট হাউস তাদের উপেক্ষা করে একটি চুক্তি করতে পারে।
এদিকে, ইউক্রেন জানিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মস্কোর সঙ্গে মস্কোর আলোচনা অনেকটা বেশি তাড়াহুড়া মনে হচ্ছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধের অবসানের জন্য রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনার টেবিলে বসবে ইউক্রেন। তিনি বলেন, ‘ইউক্রেন এর অংশ। আমরা ইউক্রেনকে যেমন আলোচনার টেবিলে পাব, তেমনি রাশিয়াকেও পাব। অন্যদেরকেও আমাদের পাশে পাব।’
পুতিনকে বিশ্বাস করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি তিনি এরকম কিছু ঘটতে দেখতে চান। এই বিষয়ে আমি তাকে বিশ্বাস করি।’