English

23.6 C
Dhaka
রবিবার, মার্চ ২, ২০২৫
- Advertisement -

রাশিয়ার ড্রোনের টুকরো পড়ল রোমানিয়ায়

- Advertisements -

রোমানিয়া তাদের সীমান্তের কাছে সক্রিয় বিস্ফোরক বহনকারী একটি রাশিয়ান ড্রোনের টুকরো উদ্ধার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,  ঘটনাস্থলেই এটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাষ্ট্র রোমানিয়া। দেশটির সাথে ইউক্রেনের ৬৫০ কিলোমিটার (৪০০ মাইল) সীমান্ত রয়েছে। গত বছর মস্কো ইউক্রেনীয় বন্দর অবকাঠামোতে আক্রমণ করার সময় রাশিয়ান ড্রোনের টুকরো বারবার রোমানিয়ার ভূখণ্ডে পড়েছে।

রোমানিয়া এবং ইউক্রেনের মধ্যে অবস্থিত মলদোভাতেও ড্রোনের টুকরো পড়েছে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মলদোভার সীমান্ত এবং দানিউব নদী বন্দর গিউরগিউলেস্তি থেকে ৫০০ মিটার (৫৪৭ গজ) দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি কাউন্টিতে এই টুকরোগুলো পাওয়া গেছে।

বিস্ফোরণ ঘটার আগে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, বিমানে একটি বিস্ফোরক বোঝাই পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়েছে যা … স্থানীয় জনগণের বিপদ দূর করার জন্য ঘটনাস্থলে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ করা হবে।

এই সপ্তাহের শুরুতে, রোমানিয়ার আইন প্রণেতারা একটি বিল পাস করেছেন যাতে সেনাবাহিনীকে রোমানিয়ার আকাশসীমা অবৈধভাবে লঙ্ঘনকারী ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়। হুমকির মাত্রা এবং মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকির উপর ভিত্তি করেই আইনটি তৈরি করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন