ধনাঢ্য দেশগুলোর জোট জি-৭ গ্রুপ রাশিয়ার জ্বালানি তেলের দাম কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার অর্থায়নে বাধা দেওয়া এবং পশ্চিমা দেশগুলোতে মুদ্রাস্ফীতি মোকাবেলা করাই এর লক্ষ্য।
রুশ তেলের দামের গ্রহণযোগ্য স্তর ঘোষণা করা হয়নি। তবে জি-৭ বলেছে, এটি ‘জরুরিভাবে’ প্রয়োগ করা হবে।
রাশিয়া বলেছে, তারা মূল্য সীমিতকরণে (ক্যাপ) অংশ নেওয়া দেশগুলোতে জ্বালানি রপ্তানি করবে না।
জি- ৭ এর বাইরে থাকা দেশ চীন এবং ভারত এখন রাশিয়ার তেলের প্রধান আমদানিকারক। তাদের এই পরিকল্পনাকে সমর্থন করার সম্ভাবনা কম।
ইউক্রেন আক্রমণের পর অনেক পশ্চিমা দেশ ইতিমধ্যেই রাশিয়ার তেল ও গ্যাস আমদানি কমিয়ে দিয়েছে।