English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

রাশিয়াকে অবহেলা করা হবে বিপজ্জনক: ন্যাটো

- Advertisements -

নতুন বছরের শুরুতেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ মারাত্মক আকার ধারণ করেছে। আগে রাশিয়া একতরফা হামলা চালালেও এখন ইউক্রেনও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। এতে দুই পক্ষের প্রাণহানি বেড়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়াকে অবহেলা করলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। খবর আল-জাজিরা।

রাশিয়াকে উদ্দেশ্য করে নরওয়েতে এক বিজনেস কনফারেন্সে স্টলটেনবার্গ বলেন, তারা ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ সহ্য করার ক্ষেত্রে প্রবল সদিচ্ছা দেখিয়েছে।

তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পুতিন তার পরিকল্পনা বা লক্ষ্যে পরিবর্তন এনেছে এমন কোনো বার্তা আমাদের কাছে নেই। তাই রাশিয়াকে অবমূল্যায়ন করা হবে বিপজ্জনক।

এদিকে রুশ অধিকৃত দনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর এক ভয়াবহ হামলায় বিপুলসংখ্যক সৈন্য নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে রাশিয়া। রোববার (১ জানুয়ারি) নববর্ষের দিন মধ্যরাতে ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ওই সৈন্যদের প্রাণহানি ঘটে।

তবে যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার কতজন সৈন্য নিহত হয়েছেন, সে বিষয়েও সঠিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি ক্রেমলিন।

নতুন বছরে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে নৈশকালীন আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাতের বেলা এ ধরনের হামলা রাশিয়ার যুদ্ধকৌশল পরিবর্তনের ইঙ্গিত দেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ চলছে ইরোপে। এতে এরই মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তাছাড়া লাখ লাখ মানুষ তাদরে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন