১৯ সেপ্টেম্বর সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বাকিংহাম প্যালেস স্থানীয় সময় শনিবার বিকেলে একথা নিশ্চিত করেছে।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রানির মরদেহ চার দিন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, শেষকৃত্যের আগে রানির একমাত্র মেয়ে প্রিন্সেস অ্যান স্কটল্যান্ড থেকে কফিন নিয়ে লন্ডনে যাবেন।
ঐতিহাসিক গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবিতেই ব্রিটেনের রাজা এবং রানিদের অভিষেক করানো হয়। এখানেই ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ে হয়েছিল।
রানির শেষকৃত্যে অংশ নিতে বিশ্বের বহু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হবে বলে মনে করা হচ্ছে।