প্রথমবারের মতো স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া। এতে সমুদ্রে চলাচলের সময় জাহাজটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে।
কোর্ভেট জাহাজটির অবকাঠামো হবে মার্কারি বা পারদের। এটির নাম দেওয়া হয়েছে প্রকল্প ২০৩৮৬। ইতোমধ্যে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী বছর নৌবাহিনীর হাতে সমর্পণ করা হবে।
জাহাজটিতে কামান, ক্রজ ক্ষেপণাস্ত্র ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকছে। ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করার সক্ষমতাও দেওয়া হবে এই জাহাজকে।