English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

রাজকীয় আদেশে ফের ভেঙে দেওয়া হল কুয়েতের পার্লামেন্ট

- Advertisements -

সরকার গঠনের দেড় মাস না পেরোতেই আবারও ভেঙে গেল কুয়েতের পার্লামেন্ট। দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ সোমবার এক ডিক্রি জারি করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।

একই সাথে আগামী কয়েক মাসের মধ্যে আবারও নির্বাচন আয়োজনের ঘোষণাও দিয়েছেন তিনি।

কুয়েতের পার্লামেন্টের মোট আসন ৭৬টি। যার মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য।বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে।

২০২০ সালের নির্বাচনের পর থেকে দেশটির পার্লামেন্টের সাথে নির্বাহী বিভাগ তথা আমিরের দ্বন্দ্ব শুরু হয়। সরকার পরিচালনায় নিজেদের অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করতে চান পার্লামেন্ট সদস্যরা। আমির তা মানতে নারাজ।

সোমবারের ডিক্রিতে ক্রাউন প্রিন্স শেখ মেশাল বলেন, ‘জনগণের ইচ্ছে অনুযায়ী এই ডিক্রি জারি করা হয়েছে। আমরা আশা করছি, সামনের নির্বাচনের পর দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কার সম্ভব হবে এবং কুয়েতের সরকারব্যবস্থা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন