English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

রমজান মাসেও মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব

- Advertisements -

পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব। অধিকার সংগঠনের মতে, এমন ঘটনা সৌদিতে গত ১৪ বছরের মধ্যে আর ঘটেনি। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সোমবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এসপিএ জানিয়েছে, রমজানের ষষ্ঠদিনে গত ২৮ মার্চ মদিনা নগরীতে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ডটি। এদিন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত এক সৌদি নাগরিকের সাজা কার্যকর হয়েছে। ওই ব্যক্তি এক ভুক্তভোগীকে ছুরিকাঘাতের পর শরীরে আগুন ধরিয়ে হত্যা করেছিলেন।

বার্লিন-ভিত্তিক ইউরোপিয়ান সৌদি অরগানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব রমজান মাসে এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সর্বোচ্চ শাস্তির বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে, এর আগে ২০০৯ সাল থেকে রমজান মাসে আর কারও মৃত্যুদণ্ড কার্যকর করেনি মধ্যপ্রাচ্যের দেশটি।

বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ সৌদি আরব। ইএসওএইচআরের হিসাবে, রমজান মাসের ঘটনাসহ চলতি বছর এ নিয়ে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি সরকার।

এএফপির পরিসংখ্যান বলছে, ২০২২ সালে মোট ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব, যা তার আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ২০২১ সালে ৬৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটি।

প্রায় তিন বছর স্থগিত থাকার পর গত বছর থেকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করাও আবার শুরু করেছে সৌদি।

চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য-ভিত্তিক রিপ্রিভ এবং ইএসওএইচআরের একটি প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বাদশাহ সালমান ক্ষমতাগ্রহণের পর থেকে সৌদি আরবে এক হাজারের বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটি কখনো কখনো শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে।

সৌদি আরবের অঘোষিত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে অবশ্য বলেছেন, হত্যার মামলা বা ‘অনেক লোকের জীবন হুমকিতে ফেলা’র মতো ঘটনা ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করেছে সৌদি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন