জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় ফিলিস্তিনি, জিম্মি ও তাদের পরিবারের অসহনীয় দুর্ভোগ বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি সাংবাদিকদের বলেন, এখনই যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি প্রয়োজন এবং ইসরায়েলকে অবশ্যই রাফায় উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে হবে।
তিনি বলেন, গাজায় শান্তির জন্য কয়েক সপ্তাহের তীব্র কূটনৈতিক তৎপরতা যদি যুদ্ধবিরতি না দেয় তাহলে তা হবে দুঃখজনক। জিম্মিদের মুক্তি নেই এবং রাফায় একটি বিধ্বংসী আক্রমণ হচ্ছে।
গুতেরেস ‘রক্তপাত বন্ধের’ প্রয়াসে ইসরায়েল ও হামাস উভয়কেই এখনই একটি চুক্তি নিশ্চিত করার জন্য কোনও প্রচেষ্টা বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।