জেফরি এপস্টেইনকে যৌন নির্যাতনে সহায়তা করায় ঘিসলাইন ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের প্রেমিক এপস্টেইনের জন্য তিনি চার তরুণীকে নিয়োগ এবং পাচার করেছিলেন।
গত বছরের ডিসেম্বর মাসে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রমাণিত হয়। কারাদণ্ড ছাড়াও তাকে ৭ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, ৬০ বছর বয়স্ক ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ আনা নারীরা আদালতের বাইরে জানিয়েছেন, ম্যাক্সওয়েলের আজীবন কারাগারে থাকা উচিৎ।
তার সাবেক প্রেমিক জেফরি এপস্টেইনের বিরুদ্ধেও নারী পাচারের অভিযোগে বিচার শুরু হয়েছিল। তবে তিনি ২০১৯ সালে ম্যানহাটানের একটি কারাগারে আত্মহত্যা করেন।
জানা গেছে, ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নানাভাবে এপস্টেইনের অপরাধে সাহায্য করেছেন ঘিসলাইন ম্যাক্সওয়েল। তার অপরাধকে জঘন্য বলে মন্তব্য করেছে আদালত। যদিও ম্যাক্সওয়েলের আইনজীবী পাঁচ বছরের কম সময় কারাদণ্ডের আবেদন করেছিলেন।
২০২০ সালের জুলাই থেকেই কারাগারে ছিলেন ম্যাক্সওয়েল। তিনি ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এতদিন।