সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন দেশটির কিছু আইনপ্রণেতাদের কঠোর সমালোচনা ও তিরস্কার করেছেন। কুর্দি সংগঠন পিকেকে ‘র প্রতীকের সঙ্গে ছবিতে পোজ দেওয়ায় দেশের বামপন্থি এমপিদের সমালোচনা করেন তিনি।
সশস্ত্র সংগঠন পিকেকে’কে তুরস্ক ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে গণ্য কর। পিকেকের সঙ্গে সুইডেনের সুসম্পর্ক থাকায় সম্প্রতি দেশটির ন্যাটোতে যোগদানের আবেদনে বাধা দেয় আঙ্কারা। যদিও পরে পিকেকে’র সঙ্গে সম্পর্ক রাখবে না মর্মে অঙ্গীকার করার পর সুইডেনকে ন্যাটোর সদস্য হিসেবে অন্তর্ভুক্তে সম্মত হয় তুরস্ক।
এমন পরিস্থিতিতে বামপন্থি এমপিরা পিকেকের প্রতি সমর্থন ব্যক্ত করে তুরস্ককে পুনরায় ক্ষেপিয়ে তুলছে অভিযোগ করে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা আন্ডারসন তাদের সমালোচনা করেন।