সোমবার বিকেলে খেলার সময় থাইল্যান্ডের ১৯ মাস বয়সী একটি মেয়ে পড়ে গিয়েছিল ১৩ মিটার গভীর একটি কূপে। মিয়ানমারের সীমান্ত ঘেঁষা তাক প্রদেশ ঘটনাটি ঘটে।
এরপর রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
সামান্য আহত হওয়ায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সে সামান্য অসুস্থ হলেও শিশুটি ভালো আছে।
শিশুটির বাবা-মা জানিয়েছে, মেয়েকে গাছের নীচে রেখে তারা খামারে কাজ করছিলেন। এসময় হঠাৎ মেয়ের কান্না শুনেই তারা কূপের কাছে দৌড়ে যান।
এসময় উদ্ধারকারীদের খবর দেওয়া হয়। তারা রাতে খননকারী যন্ত্র ব্যবহার করে ১০টার দিকে তাকে উদ্ধার করে।
শিশুটির সুরক্ষা নিশ্চিত করতে প্রথমে ওই পাম্পের মধ্যে অক্সিজেন দেওয়া হয়। খোড়ার সময় কূপটি ভেঙে পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছিল।
তবে সব শঙ্কা কাটিয়ে রাত আটটা নাগাদ শিশুটির কাছে পৌঁছায় উদ্ধারকারীরা। এসময় তাকে বাইরে বের করে নিয়ে আসা হয়। সে পায়ে খানিকটা আঘাত পেয়েছে।