English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

যুবকের পেটে ১২ ইঞ্চি জীবন্ত মাছ, হতবাক চিকিৎসকরা

- Advertisements -

পেটে ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন ৩৪ বছর বয়সী ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশের এক যুবক। হাই হা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার পর যা দেখা গেল, তাতে চমকে যাওয়ার অবস্থা। কিন্তু তখনও ঘটনার খোলাসা হয়নি।

ওই যুবকের তলপেটে অস্বাভাবিক কিছু একটা প্রাণীর উপস্থিতি দেখা যায়, যা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অডিটি সেন্ট্রাল ডটকমের খবরে এ তথ্য জানানো হয়।

এরপর করা হয় সেই যুবকের অস্ত্রোপচার। কিন্তু এতে যা বের হয়, তাতে ডাক্তারদের চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। কারণ, পেটের ভেতর নড়াচড়া করছে ১২ ইঞ্চির জীবন্ত ইল মাছ।

এমন একটি জিনিস ওই যুবকের পেটের ভেতর কীভাবে গেল এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর মেলেনি। তবে চিকিৎসকদের ধারণা, এটি তার মলদ্বার দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপেটে ঘুরে বেড়িয়েছে।

ডাক্তাররা বলছেন, অস্ত্রোপচারে বেশ ঝুঁকি ছিল। কারণ এতে ইনফেকশন হওয়ার মারাত্মক সম্ভাবনা ছিল। তবে ক্ষতিগ্রস্ত টিস্যু বের করে ফেলা হয়েছে। সামান্য অস্বস্তি ছাড়া বর্তমানে সুস্থ আছেন ওই যুবক। তবে ইলের এ উপস্থিতি এখনো রহস্য হয়ে রয়েছে চিকিৎসকদের কাছে। অস্ত্রোপচারে বের করে আনা ইলটির বেঁচে থাকাও তাদের কাছে আরেক বিস্ময়ের বিষয়।

এ প্রসঙ্গে চিকিৎসক ফাম মান হং স্থানীয় সাংবাদিকদের বলেন, এটি খুবই বিরল ঘটনা। ইলের কারণে ওই ব্যক্তির সংক্রমণের শিকার হওয়ার আশঙ্কা ছিল আমাদের প্রধান উদ্বেগের বিষয়। ভাগ্য ভালো, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন