রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত উশু স্টার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে কাশ্মীরের কিশোরী সাদিয়া তারিক।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, উশুর জুনিয়র স্তরের প্রতিযোগিতায় সাফল্য সাদিয়াকে বিশ্ব মানচিত্রে তুলে এনেছে।
গত ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি মস্কোয় এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
কাশ্মীরের শ্রীনগরের মেয়ে সাদিয়াকে চলতি চ্যাম্পিয়নশিপে মোট তিনটি লড়াইয়ে জিততে হয়েছে। ফাইনাল ম্যাচে রাশিয়া ছাড়াও তিনি কাজাখস্তান এবং চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেন।
১৫ বছর বয়সি সাদিয়া ইতোমধ্যে জাতীয়স্তরে জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে দুইবার সোনার পদক জয় করেছে । সম্প্রতি জলন্ধরের লাভলি প্রফেশনার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২০তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করে। পাশাপাশি এই প্রতিযোগিতার মোট পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জম্মু এবং কাশ্মীর।