ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের তিন বছর বয়সী পোলিনা বিরল ক্যান্সার নিউরোব্লাস্টোমায় আক্রান্ত। শহরটি দখলে হামলা জোরদার করেছে রাশিয়ার সেনারা। ঠিক এই সময়টিতে পোলিনার ব্যয়বহুল ওষুধ ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে ছোট্ট এই শিশুটির মা সংশয়ের সম্মুখীন – পরিবারের নিরাপত্তার জন্য তারা বাড়ির বেসমেন্টে থাকবেন, নাকি মেয়ের ওষুধ সংগ্রহের জন্য খারকিভ থেকে পালাবেন?
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পোলিনার মা বলেন, তার সময় কাটে বাসার ওপরের তলায় অথবা নিরাপদ আশ্রয়স্থল বেজমেন্টে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বাস করে পোলিনার পরিবার। সম্প্রতি তীব্র রুশ হামলা হচ্ছে শহরটিতে।
পোলিনার মা বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনছি, এটা আমাদের একেবারে কাছে না হলেও খুব বেশি দূরে নয়। পরে আমরা খবরে শুনতে পেলাম ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলা শুরুর এক দিন আগে আমরা সেখানকার খুব কাছেই ছিলাম, চিড়িয়াখানায়। এটা ঘটছে তা বিশ্বাস করা ছিল কঠিন।’
পোলিনার ক্যান্সার চিকিৎসায় যে ওষুধটি ব্যবহৃত হয় তা আসে ইসরায়েল থেকে। যুদ্ধের এই সময়টিতে ওষুধও শেষ হওয়ার পথে।
পরিস্থিতি সম্পর্কে পোলিনার মা বলেন, ‘সত্যি করে বলতে,এই মুহূর্তে আমাদের কাছে ওষুধ কেনার পয়সাকড়িও নেই। একটি দাতব্য সংস্থা পোলিনার জন্য তহবিল সংগ্রহ করছে। কিন্তু এই পরিস্থিতিতে ইউক্রেনে কীভাবে ওষুধ আনা হবে আমি তা কল্পনাও করতে পারছি না।’