সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালিয়েছে। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে।
ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীসহ এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোর। ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন।
তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশপ্রধান শোন বার্নস বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।
বার্নস বলেন, ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা ১১টার আগে গুলির ঘটনা ঘটেছে।