English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত পাঁচ

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। নিউ ইয়র্ক টাইমস এ তথ্য দিয়েছে।

স্থানীয় সময় গত বুধবার বিকেলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে।

বিধ্বস্ত ওই সামরিক যানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এটি পরিচালনা করে থাকে।

থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র করপোরাল সারাহ মার্শাল জানান, বিধ্বস্ত বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না।

ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত নেভাল ফ্যাসিলিটি এক ফেসবুক পোস্টে জানায়, কোচেল্লা ক্যানেল রোড ও হাইওয়ে ৭৮-এর আশপাশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হচ্ছে এমন একটি উড়োজাহাজ, যা ‘খাড়াভাবে টেক অফ ও অবতরণ’ করতে পারে। সামরিক এই যানটির ঘূর্ণনশীল ডানা রয়েছে, যার মাধ্যমে একে হেলিকপ্টারের মতো ওপরের দিকে উড্ডয়ন বা পরিচালনা করা যায়। একই সঙ্গে এটি গতানুগতিক বিমানের মতো উড়তে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন