যুক্তরাষ্ট্রে আবারও ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনুযায়ী, রোববার (৭ আগস্ট) একদিনে যুক্তরাষ্ট্রজুড়ে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে। তাছাড়া ছয় হাজার ৩৭৮টি ফ্লাইট বিলম্বিত হয়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শিকাগো ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সেখানের ১২ শতাংশ ফ্লাইট বাতিল ও ৪০ শতাংশ বিলম্বিত হয়।
রোববার শিকাগোতে ভারি বৃষ্টি হয়েছে। রয়েছে আকস্মিক বন্যার সতর্কতাও।
যুক্তরাষ্ট্রে শনিবার (৬ আগস্ট) মোট ৬৫৭টিফ্লাইট বাতিল হয় ও সাত হাজার ২৬৭টি বিলম্ব হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার (৫ আগস্ট) এক হাজার পাঁচশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়। ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়।
বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলে ব্যাপক বজ্রপাত হয়। এরপরই মূলত বিভিন্ন কোম্পানি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিতে থাকে।