আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে এবার তাপমাত্রার রেকর্ড ছাড়ানোর পূর্বাভাস পাওয়া গেছে। জুন থেকে উত্তর আমেরিকার দেশগুলোতে তীব্র গরম চলছে।
ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে শুক্রবার (৯জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও গত রবিবারেও একই ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর আগে ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, লাস ভেগাসে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ড ভঙ্গ হতে পারে।
লাখ লাখ মার্কিনি তাপপ্রবাহজনিত কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাই এই সময়ে তাদের প্রচুর পানি পান এবং শীতাতাপ নিয়ন্ত্রিত ভবনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডায় গত সপ্তাহে তীব্র তাপপ্রবাহে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।