যুক্তরাষ্ট্রে একটি গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টনে একটি গানের অনুষ্ঠানের প্রথম দিনেই প্রচুর মানুষ ভিড় করেছে। সেখানে বেশ কয়েকজন আহতও হয়েছেন।
জরুরি বিভাগের কর্মকর্তারা বলেন, ট্রাভিস স্কট অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেসটিভালে মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ১১ জনকে হাসপাতালে নেওয়া হয় এবং আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়েছিল। সামান্য আঘাত ও ব্যথার কারণে প্রায় ৩শ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্থানীয় রাজনীতিবিদ লিনা হিদালগো, বিচারপতি হ্যারিস কাউন্টি। তিনি বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। লোকজন এ ধরনের অনুষ্ঠানে আসেন ভালো সময় উপভোগ করার জন্য। কিন্তু এমনই একটি আনন্দের অনুষ্ঠান বিষাদে পরিণত হলো।
তিনি বলেন, মঞ্চের সামনে লোকজনের ভিড় বাড়তে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়। পরিস্থিতি খারাপ হতে শুরু করলে অনেকেই হতাহত হয়েছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন