English

18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

- Advertisements -

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা এবং বাংলাদেশ সময় ২০ জানুয়ারি সোমবার রাত ১১টায় ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৭৯ বছর বয়সী ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে উন্মুক্ত জায়গায় শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে ওয়াশিংটনে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসের প্রচণ্ড ঠাণ্ডা এবং বৈরী আবহাওয়ার কারণে ইনডোরে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। শপথের পরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প।

ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়ান। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেন।

কমপক্ষে ২ লাখ অতিথি অভিষেকে আমন্ত্রিত হয়েছেন। এদের মধ্যে দেশি-বিদেশি শীর্ষ ব্যক্তিরা রয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন