যুক্তরাষ্ট্রে এখন বিমান আরোহণের আগে আর করোনা পরীক্ষার দরকার পড়বে না। সংক্রমণ ঠেকাতে এতোদিন বহাল রাখা এই নীতি বাতিল করতে যাচ্ছে বাইডেন প্রশাসন।
আগামী রবিবার থেকে আন্তর্জাতিক যাত্রীদের বিমানে ওঠার আগে আর করোনা পরীক্ষা করতে হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন বলছে, বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্সিগুলোর জোর লবিংয়ের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
ব্যস্ত গ্রীষ্মের পর্যটন সময়ে এমন ঘোষণা আসছে।
বিমান সংস্থাগুলো মনে করছে, করোনা পরীক্ষার জন্য অনেক আমেরিকান বিদেশ ভ্রমণ করতে চায় না। তাদের ভয় করোনা পজেটিভ আসলে তাদের বিদেশে আটকে পড়তে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রগামী কিংবা যুক্তরাষ্ট্র ছাড়তে যাওয়া সব যাত্রীদের জন্য বিমানে ওঠার আগে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক ছিল।
করোনার মৃত্যু ও সংক্রমণের হিসেবে শুরুর দিকেই আছে যুক্তরাষ্ট্রের নাম। করোনা ঠেকাতে দেওয়া বিধি-নিষেধের ফলে দেশটির পর্যটন শিল্প অনেকটা ঝিমিয়ে পড়েছে।