যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই সঙ্গে ১৩০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্টওর্থ এলাকার একটি মহাসড়কে প্রথমে ফেডএক্স-এর দুটি লরি উল্টে যায়। এরপর পেছন থেকে দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি। পরে রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়।
খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।
ফোর্ট ওয়ার্থের অগ্নি নির্বাপন দলের মুখপাত্র মাইক ড্রাইভডাহল একে তুষারপাতজনিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের শহরে একটি বড় বিপর্যয়।’
কর্মকর্তারা জানিয়েছেন, ৩৬ জনকে প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আরও অনেকে চিকিৎসা নিয়েছেন। অনেক মানুষ গাড়িতে আটকা পড়েছিল এবং দমকল কর্মীরা তাদের উদ্ধার করতে হাইড্রোলিক রেসকিউ যন্ত্রপাতি ব্যবহার করেছে।
দেখুন ভিডিও-